স্বামীকে কাঁধে চাপিয়ে বধূকে গ্রাম ঘোরালো পঞ্চায়েত
গ্রাম পঞ্চায়েতের শাস্তির নিদান কোনও কোনও সময় এতটাই অমানবিক এবং নিষ্ঠুর হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যা আমাদের একুশ শতকের সভ্যতার লজ্জা। সম্প্রতি এক ‘অভিযুক্ত’ মহিলার কাঁধে তাঁর স্বামীকে চাপিয়ে গোটা গ্রাম ঘোরানো হল।
by সিউ প্রতিবেদক | 22 June, 2020 | 819 | Tags : madhya pradesh jhabua district verdict of panchayet pay for sin punishment to women